মোবাইল

পুজো শেষেও জব্বর Sale নিয়ে হাজির Flipkart, iPhone 14 থেকে শুরু করে এইসব ফোন পাবেন ছাড়ে

Flipkart Big Dusshera Sale live: পুজোর সেল অর্থাৎ Big Billion Days হওয়ার প্রায় সাথে সাথেই Flipkart আরও একটি সেল নিয়ে হাজির হয়েছিল, সেই বিক্রয়পর্বও যথারীতি শেষ হয়ে গেছে। এদিকে বহু রোশনাই, খুশির আমেজ পেছনে ফেলে এই বছরের মতো সমাপ্ত হয়েছে দুর্গাপুজো তথা নবরাত্রির উৎসবই। এই পরিস্থিতিতে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্মটি আবারও একটি সেল ইভেন্ট লাইভ করেছে – গতপরশু মানে ২২শে অক্টোবর থেকে Flipkart Big Dusshera Sale চলছে যেখানে বিভিন্ন জিনিস বাড়ি বসে সস্তায় কেনা যাচ্ছে। বিশেষ করে এই সেলে iPhone 14 থেকে শুরু করে Samsung Galaxy F54, Motorola Edge 40, Poco C51 এবং অন্যান্য সেরা ফোন বিশাল ছাড়ে উপলব্ধ। তাই নিঃসন্দেহে এটি নতুন হ্যান্ডসেট কেনার জন্য ভালো সময়! কিন্তু কোন মডেল কেনা লাভজনক হবে? আসুন, সেই বিষয়ে তথ্য পেতে Flipkart Big Dusshera Sale-এর কিছু সেরা ডিলগুলি দেখে নিই।

ফের স্মার্টফোনে দুর্দান্ত ছাড় দিচ্ছে Flipkart

– চলতি ফ্লিপকার্ট বিগ দশেরা সেলে ৬৯,৯০০ টাকা মূল্যের iPhone 14 মডেল ৫৬,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এতে ১০% ব্যাঙ্ক ডিসকাউন্টও পাবেন।

– বর্তমানে Samsung Galaxy F54 ফোনটি ২৯,৯৯৯ টাকার বদলে ২৪,৯৯৯ টাকায় মিলছে।

– সেলে Google Pixel 7a বিশাল ডিসকাউন্টে বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। এটি ৪৩,৯৯৯ টাকার বদলে ৩৫,৯৯৯ টাকায় মিলবে।

– এই মুহূর্তে Motorola Edge 40 ২৬,৯৯৯ টাকার বিনিময়ে কেনা যাবে, যেখানে Motorola Edge 40 Neo-এর দাম পড়বে ২২,৯৯৯ টাকা।

– এখন Nothing Phone (2)-এর দাম সাময়িকভাবে ৩৯,৯৯৯ টাকায় নেমে এসেছে।

– যারা কম বাজেটে ফোন কিনতে চান, তারা ফ্লিপকার্ট থেকে Poco X5 Pro ফোনটি ১৮,৪৯৯ টাকায় পেয়ে যাবেন। অন্যদিকে Redmi Note 12 Pro কেনা যাবে ২১,৯৯৯ টাকার কমে। এছাড়া Poco C51 সেলের সময় ৫,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে, এটি ৮,৪৯৯ টাকায় লঞ্চ হয়েছিল।

মনে রাখবেন, ফ্লিপকার্ট বিগ দশেরা সেল আগামী ২৯শে অক্টোবর পর্যন্ত চলবে, তাই পছন্দসই ফোনটি চটজলদি কিনে নেওয়াই ভালো।