মোবাইল

মোদীর মেক ইন ইন্ডিয়া উদ্যোগে এবার মজেছে Google, ভারতে তৈরি হবে Pixel স্মার্টফোন

২০১৬ সাল থেকে এতদিন Google প্রায় ৪ কোটি Pixel-সিরিজের স্মার্টফোন বিশ্বব্যাপী রপ্তানি করেছে।

Google সম্প্রতি ‘মেক ইন ইন্ডিয়া’ (Make in India) ক্যাম্পেইনের সাথে সংযুক্ত হওয়ার ঘোষণা করেছে। সংস্থাটির ডিভাইস ও সার্ভিস বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিক ওস্টারলোহ (Rick Osterloh) হালফিলে আয়োজিত ‘গুগল ফর ইন্ডিয়া ২০২৩’ (Google for India 2023) ইভেন্ট চলাকালীন এই কথাটি নিশ্চিত করেছেন। তার বিবৃতি অনুসারে, ভারত সরকারের মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অংশ হিসাবে এদেশে স্থানীয়ভাবে Pixel 8 স্মার্টফোনের উৎপাদনকার্য শুরু করার পরিকল্পনা করছে Google। সর্বোপরি ২০২৪ সালের প্রথম থেকেই দেশীয়ভাবে নির্মিত Pixel-সিরিজ ডিভাইসগুলিকে অন্যান্য দেশে রপ্তানি করার লক্ষ্য -ও রেখেছে টেক জায়ান্টটি।

ভারতে Pixel 8 সহ অন্যান্য Pixel-সিরিজের স্মার্টফোন স্থানীয়ভাবে তৈরী করা হলে টেক জায়ান্টটি এদেশের ইলেক্ট্রনিক বাজারে তাদের আধিপত্য আরো ব্যাপকভাবে বিস্তার করতে পারবে। বিপরীতে, ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের সাথে Google যুক্ত হওয়ার দরুন ভারতের অর্থনৈতিক বৃদ্ধিও সম্ভব হবে।

জানিতে রাখি, ২০১৬ সাল থেকে এতদিন Google প্রায় ৪ কোটি Pixel-সিরিজের স্মার্টফোন বিশ্বব্যাপী রপ্তানি করেছে। সাম্প্রতিক একটি রিপোর্ট অনুসারে, গত ১২ মাসের মধ্যে সংস্থাটি ১ কোটি ইউনিটের শিপমেন্ট সম্পন্ন করেছে। যার মধ্যে Pixel 8 লাইনআপও অন্তর্ভুক্ত। উক্ত সিরিজটি লঞ্চ-পরবর্তী সময়ে ভারত সহ বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। আমাদের অনুমান, ভারতে Pixel 8 উৎপাদন করা হলে টেক জায়ান্ট google ও এদেশের সরকার উভয়ই লাভবান হবে।

প্রসঙ্গত ‘গুগল ফর ইন্ডিয়া ২০২৩’ (Google for India 2023) ইভেন্টে Google বিভিন্ন জেনারেটিভ ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি’ বা এআই (AI) কেন্দ্রিক ফিচারও চালু করেছিল। এগুলিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে, সার্চ জেনারেটিভ অভিজ্ঞতাকে আরও ভালোভাবে ভিজ্যুয়াল এবং লোকালাইসড করা সম্ভব হয়। এক্ষেত্রে ভারতের Pixel ফোন ব্যবহারকারীরা নতুন এআই ফিচারের মাধ্যমে খুব শীঘ্রই হিন্দি এবং ইংরেজি উভয় ভাষায় ১০০টিরও বেশি সরকার পরিচালিত প্রকল্পের সারসংক্ষেপ জানতে পারবেন।

Google তাদের সার্চ ইঞ্জিনের ক্ষেত্রেও জেনারেটিভ এআই -এর সুবিধা‌ কাজে লাগাবে। যার দরুন Pixel ডিভাইস ব্যবহারকারীরা স্থানীয় এলাকা এবং শহরগুলির অবস্থান আরও নির্বিঘ্নে অনুসন্ধান করতে সক্ষম হবেন। এমনকি উক্ত প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের রিভিউ -এর ভিত্তিতে কোন কোন স্থানে হুইলচেয়ার অ্যাক্সেসযোগ্যতা পাওয়া যাবে সেই তথ্যাদিও প্রদান করবে বলে জানা গেছে।