ফোনের ডিসপ্লে HD নাকি FHD নাকি QHD হওয়া ভালো, এদের মধ্যে পার্থক্য জেনে নিন
আমরা প্রায়শই স্মার্টফোনের ডিসপ্লে গুলির সাথে HD, FHD, UHD এবং QHD শব্দগুলির ব্যবহার দেখি, এদের অর্থ কি জেনে নিন

আমরা Smartphone কেনার সময় স্মার্টফোনের সমস্ত ফিচারগুলির মধ্যে প্রথমেই দেখি সেই ডিভাইসটির ডিসপ্লে কি রকম। কারণ, এই ডিসপ্লেতেই আমরা আমাদের পছন্দের সিনেমা বা ভিডিও দেখি। আবার, কোনো ছবি ক্যাপচার করলেও সেটা আমরা আমাদের ফোনের ডিসপ্লেতেই দেখে থাকি। আমরা প্রায়শই স্মার্টফোনের ডিসপ্লে গুলির সাথে HD, FHD, UHD এবং QHD শব্দগুলির ব্যবহার দেখি। এছড়াও, আবার কিছু কিছু ফোনের ডিসপ্লে প্যানেলের সাথে HD+, FHD+, UHD+, QHD+ ব্যবহারও দেখা যায়। তবে এই শব্দগুলো আসলে কী বোঝায় এবং কোন ধরনের ডিসপ্লে যুক্ত স্মার্টফোন বা ট্যাবলেট ব্যবহার করা উচিৎ সেই সম্পর্কে অনেকেরই কোনো স্বচ্ছ ধারণা থাকে না। সেই কারণে আমরা এই প্রতিবেদনে এই বিষয়টির সম্পর্কে বিস্তারিত জানাতে চলেছি।
পিক্সেল কি?
স্মার্টফোন, ট্যাবলেট বা কম্পিউটারের ডিসপ্লে পিক্সেল দিয়ে তৈরি। একটি বড় ছবি তৈরি করতে অন্যান্য শত শত পিক্সেলের সাথে মিলিত হয়ে ক্ষুদ্র আলো বিভিন্ন রং প্রতিফলিত করে। একটি ছবির গুণমান নির্ভর করে এতে কত পিক্সেল রয়েছে এবং তারা কী করতে সক্ষম। যেকোনো ডিসপ্লের রেজোলিউশন দুই ধরনের পিক্সেলের উপর নির্ভর করে। প্রথমটি দৈর্ঘ্য এবং দ্বিতীয়টি প্রস্থ। উদাহরণস্বরূপ, ১,৯২০ x ১,০৮০ পিক্সেলে দৈর্ঘ্য হলো ১,৯২০ পিক্সেল এবং প্রস্থ হলো ১,০৮০ পিক্সেল। আর রেজোলিউশন অনুযায়ী, ডিসপ্লে এইচডি, ফুল এইচডি বা কোয়াড এইচডি কিনা তা নির্ধারণ করা হয়।
HD, FHD এবং WQHD বলতে কী বোঝায়?
প্রথমেই বলতে হয় এইচডি অর্থাৎ হাই ডেফিনিশন ডিসপ্লে প্যানেলের কথা, যেটি আকারে বড়ো এবং স্মার্টফোনের মত গ্যাজেটে সর্বাধিক ব্যবহৃত হয়ে থাকে। দ্বিতীয় স্থানে আছে FHD অর্থাৎ ফুল HD। তৃতীয় স্থানে রয়েছে QHD অর্থাৎ কোয়াড HD এবং চতুর্থ স্থান দখল করে আছে UHD অর্থাৎ আল্ট্রা HD।
ডিসপ্লে প্যানেলে “+” মানে কি?
বর্তমানে বেশ কিছু স্মার্টফোনে HD+, FHD+, UHD+ প্যানেলও দেখা যাচ্ছে। ডিসপ্লেতে “+” এর উপস্থিতি সাধারণ ক্রেতাদের জন্য কিছুটা হলেও বিভ্রান্তিকর। তাই সকলের জেনে রাখা উচিৎ যে এই “+”-এর উপস্থিতিই নির্দেশ করে যে, প্যানেলের অন্য দিকে নতুন পিক্সেল যোগ করা হয়েছে।
উদাহরণস্বরূপ, +FHD+ এর অর্থ হল পিক্সেলগুলি আলাদাভাবে যোগ করা হয়েছে। FHD-এর রেজোলিউশন হল ১৯২০x১০৮০ পিক্সেল, কিন্তু “+” যোগ করা থাকলে বুঝতে হবে এটি ২২২০x১০৮০ পিক্সেলের।
সেরা রেজোলিউশন কোনটি?
বর্তমানে, QHD বা UHD ডিসপ্লে বেশ ভালো হলেও FHD+ এবং QHD+ আরো বেশি উন্নত। যদি আপনার কাছে QHD+ ডিসপ্লে সহ একটি ফোন থাকে এবং এর ব্যাটারি ক্যাপাসিটি ৫০০০ এমএএইচ হয় তাহলে ব্যাটারিটি সারাদিন ধরে চলবে এবং দিনের শেষে একবার চার্জ দিলেই হবে। তাই নতুন স্মার্টফোন বা অন্যান্য গ্যাজেট কেনার সময় “+” চিহ্ন বিশিষ্ট ডিসপ্লেকেই অগ্রাধিকার দেওয়া উচিৎ।